/anm-bengali/media/media_files/TE1mqz0iWODmsnqDkfOI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি বিরোধী সাংসদরা। সবার দাবি একটাই বহু মূল্য খরচা করে তৈরি হয়েছে নতুন সাংসদ ভবন। কিন্তু সাংসদদের নিরাপত্তার কথা ভাবেননি মোদি। আর সেই জন্যেই রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন তারা।
এদিন সেই সংক্রান্ত বিষয়ে শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেন, "যদি সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘন হতে পারে তবে আপনি আশা করি বুঝতে পারছেন দেশের সীমান্তের পরিস্থিতি। চীনের সেনাবাহিনী কীভাবে লাদাখে প্রবেশ করেছে, তা গতকাল নিশ্চয়ই বুঝতে পেরেছেন সকলে। পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা কীভাবে কাশ্মীরে প্রবেশ করে এবং কীভাবে সন্ত্রাসীরা মণিপুরে হামলা চালিয়েছিল, এই সবই এখন আমরা বুঝতে পারছি। আমাদের সংসদ ভবনে সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, অথচ গতকাল কিছু লোক প্রবেশ করে হাউসে ঝাঁপিয়ে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অথচ এই ঘটনার পরও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব, তারা নির্বাচনী প্রচারে ব্যস্ত। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, যে আমরা কতোটা নিরাপত্তাহীনতায় ভুগছি”।
#WATCH | Delhi: Shiv Sena (UBT) MP Sanjay Raut says, "If there could be a security breach in the Parliament building then you can understand the situation at the country's borders. The country must have understood yesterday how China's army entered Ladakh...how intruders from… pic.twitter.com/96gmqSXo9a
— ANI (@ANI) December 14, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us