'রাহুল গান্ধীকে দেশ সিরিয়াসলি নেয় না'

রাহুল গান্ধীকে নিয়ে বড় খবর।

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এবার রাহুল গান্ধীকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "রাহুল গান্ধী কিছু না কিছু বলে চলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে দেশ তাকে সিরিয়াসলি নেয় কিনা? তিনি তৃণমূল এমপির করা নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তিনি আমাদের অর্থনীতি সম্পর্কে কতটা সচেতন তা সবাই জানে। নীতিশ কুমার তার সরকারের নিয়ন্ত্রণ হারিয়েছেন। 'কভি দিল্লি জানে কি চাহাত, কাভি পার্টি কে অন্দর কি ঘাবড়াত, ইয়াহি তো হো রাহা হ্যায়'।