দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ — জানালেন কর্ণাটক বিধানসভার স্পিকার ইউটি খাদার

“যাদের সন্দেহ আছে তারা লিখিতভাবে জানাক, আমি প্রত্যেকটি বিষয়ে জবাব দেব,” — উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি স্পিকারের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-29 10.52.07 PM

নিজস্ব সংবাদদাতা: নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে কর্ণাটক বিধানসভার স্পিকার ইউটি খাদার স্পষ্ট ভাষায় বলেন, “এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর পেছনে শুধু অপপ্রচার ও খারাপ মানসিকতা কাজ করছে।”

খাদার জানান, “যারা আমার বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ রাখছেন, আমি তাদের অনুরোধ করছি যেন লিখিতভাবে অভিযোগ জমা দেন। আমি প্রতিটি পয়েন্টের জবাব বস্তুনিষ্ঠভাবে ও বিস্তারিতভাবে দেবো।”

তিনি আরও বলেন, “আমি উন্নয়ন ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, তা হোক একজন বিধায়ক হিসেবে বা প্রাক্তন মন্ত্রীর দায়িত্বে। আমার লক্ষ্য রাজ্যের উন্নয়ন এবং বিধানসভার কার্যক্রম নির্বিঘ্ন রাখা।”

খাদার শেষে বলেন, “আমি এমন সব বিলের পাশ নিশ্চিত করতে কাজ করছি, যা জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”