আবার কি ফিরছে করোনা আতঙ্ক? মহারাষ্ট্র ও গুজরাটে নতুন সংক্রমণ

মহারাষ্ট্র, গুজরাট ও জয়পুরে নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। চিকিৎসকরা জানাচ্ছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে, আতঙ্কের কিছু নেই—বাড়িতেই চলছে চিকিৎসা।

author-image
Debapriya Sarkar
New Update
covid test.jpg

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্র, গুজরাট ও জয়পুরে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যদিও চিকিৎসকদের মতে, পরিস্থিতি এখনই গুরুতর নয়। আক্রান্তদের সবারই হালকা উপসর্গ রয়েছে, এবং বাড়িতেই চিকিৎসা চলছে।

covidddd.jpg

স্বাস্থ্য দফতর সতর্কতা নিয়েছে, তবে আতঙ্কের কিছু নেই বলেই আশ্বস্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতন থাকাই এখন সবচেয়ে জরুরি—মাস্ক, স্যানিটাইজার আর পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চললেই বিপদ এড়ানো সম্ভব।