ট্রেন দুর্ঘটনা: সেই করমণ্ডল এক্সপ্রেস!

ওড়িশার বাহানাগা স্টেশনের সেই ভয়ানক ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে টাটকা রয়েছে। এবার সেই ট্রেন দুর্ঘটনায় পড়া দুমড়ে মুচড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসকে নিয়ে বড় আপডেট এল সামনে।

New Update
cor10

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গত ২ জুন দেশ কাঁপিয়ে দেওয়া এক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালেশ্বরের বাহানাগা স্টেশনে একসঙ্গে লাইনচ্যুত হয় করমন্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনের কামরাগুলি এবার নিলামে তুলল ভারতীয় রেল। ইঞ্জিন mসহ মোট ২১টি দুমড়ে মুচড়ে যাওয়া কামরা ওয়াগন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হল এবার। নিলামে সবকটি কামরা ও ওয়াগন মিলিয়ে ৩.৮ কোটি টাকা দাম উঠেছে বলে জানা গেছে।