New Update
/anm-bengali/media/media_files/BuBEQyDsTHdoY4Z5z1vM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার বালাসোরের বাহানাগা স্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গত শুক্রবার। এই ঘটনার পর কেটে গেছে বহু ঘণ্টা। নতুন করে শুরু হয়েছে রেল পরিষেবা। যদিও অনেকের কাছেই এখন ট্রেন সফর আতঙ্কের হয়ে উঠেছে। এরই মাঝে আজ বুধবার থেকে ফের একবার ‘অভিশপ্ত’ করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) পথচলা শুরু হবে। চাকা গড়াবে এই ট্রেনের। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৮৮ জনের প্রাণহানি এবং এক হাজারেরও বেশি লোক আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের বুধবার থেকে পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে রেলওয়ের চিফ পাবলিক রিলেশন্স অফিসার আদিত্য কুমার চৌধুরি বলেন, ‘করমণ্ডল এক্সপ্রেস বুধবার থেকে পুনরায় চালু করার জন্য প্রস্তুত।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us