/anm-bengali/media/media_files/2025/10/27/screenshot-2025-10-27-pm-2025-10-27-15-13-03.png)
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের “জননায়ক” টুইট নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে “জননায়ক” হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেক্যুলার)-এর নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জি।
/anm-bengali/media/post_attachments/c3c736cd-375.png)
তিনি সাংবাদিকদের বলেন, “জননায়ক উপাধি জনগণ দেয়, কেউ নিজের থেকে দাবি করতে পারে না। শুনেছি, কংগ্রেসের পক্ষ থেকে তেজস্বী যাদবকেও ‘জননায়ক’ বলা হয়েছে। এটা আসলে ‘জননায়ক’ শব্দটিরই অপমান।”
মাঞ্জি আরও বলেন, “কার্পুরি ঠাকুর জি-ই ছিলেন প্রকৃত জননায়ক। তাঁর কাজ, ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতাই তাঁকে এই সম্মান এনে দিয়েছে। কিন্তু তেজস্বী যাদব রাজ্যে কী করেছেন, যে তাঁকে জননায়ক বলা হবে?”
#WATCH | Gaya Ji, Bihar | On Congress's "Jan-Nayak" tweet featuring Lok Sabha LoP Rahul Gandhi, Hindustani Awam Morcha (Secular) leader & Union Minister Jitan Ram Manjhi says," The title of 'Jan-Nayak' is given by the people of the country, it can't be self-claimed. I was told… pic.twitter.com/dBtuGsY6Cb
— ANI (@ANI) October 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us