নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল এদিন বলেন, “আপনি (প্রধানমন্ত্রী মোদী) ভাষণে বলছেন যে কংগ্রেস মহিলাদের সম্পত্তি অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসীদের হাতে তুলে দেবে। রাজনীতিতে তিনি এতটাই নিচে নেমে গেছেন, যে ইতিহাসে যা আগে ঘটেনি, এখন তা ঘটছে তাঁর কল্যাণে। আমি চাই না এমনটা চলতে থাকুক। আমি নির্বাচন কমিশনের কাছে একটা প্রশ্ন করতে চাই কেন নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছেন না? কেন প্রধানমন্ত্রী মোদিকে নোটিশ দেওয়া হচ্ছে না?”
/anm-bengali/media/media_files/zNsIad6MSTEDe2qnfnZ4.jpg)
/anm-bengali/media/media_files/1O8NXhTpxyQ7r8sJTMiT.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
কংগ্রেস নিয়ে বিতর্কিত মন্তব্য, নোটিশ পেতে চলেছেন মোদি!
'রাজনীতিতে তিনি এতটাই নিচে নেমে গেছেন, যে ইতিহাসে যা আগে ঘটেনি, এখন তা ঘটছে'।
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল এদিন বলেন, “আপনি (প্রধানমন্ত্রী মোদী) ভাষণে বলছেন যে কংগ্রেস মহিলাদের সম্পত্তি অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসীদের হাতে তুলে দেবে। রাজনীতিতে তিনি এতটাই নিচে নেমে গেছেন, যে ইতিহাসে যা আগে ঘটেনি, এখন তা ঘটছে তাঁর কল্যাণে। আমি চাই না এমনটা চলতে থাকুক। আমি নির্বাচন কমিশনের কাছে একটা প্রশ্ন করতে চাই কেন নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছেন না? কেন প্রধানমন্ত্রী মোদিকে নোটিশ দেওয়া হচ্ছে না?”