/anm-bengali/media/media_files/KdtVCaSzZfegbAMrgcGN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : নারী সংরক্ষণ বিল সত্যিই সংরক্ষণের জন্য তো? এমনই প্রশ্ন তুলে দিলেন সিপিআইএম নত্রী বৃন্দা কারাট। তার কথায়, ''২০১৪-র লোকসভা নির্বাচনের আগে বিজপি এই সংরক্ষণের বিলের প্রতিশ্রুতি দিয়েছিল। ২০২৩-এ তারা এই বিল আনছে। এই বিলটি নিশ্চিত করে যে মহিলারা পরবর্তী আদমশুমারি পর্যন্ত, পরবর্তী সীমাবদ্ধতা অনুশীলন পর্যন্ত বঞ্চিত হতে চলেছে।অন্য কথায়, ২০২৪ সালের নির্বাচনে এবং ১৮ তম লোকসভার সংবিধানে, আমাদের সংসদের তিন ভাগের এক ভাগ নারী থাকবে না।কারণ প্রধানমন্ত্রী মোদী সরকারের এই বিলম্বিত পদক্ষেপের ফলে পরবর্তী এত বছর ধরে মহিলাদের জন্য বৈষম্য নিশ্চিত করা হয়েছে।''
#WATCH | Namakkal, Tamil Nadu: On the Women's Reservation Bill, CPI(M) leader Brinda Karat says, "This reservation bill had been promised by the BJP before the 2014 elections...Now they have brought this bill...This bill just ensures that women are going to be deprived till the… pic.twitter.com/JO4Zl6gBrG
— ANI (@ANI) September 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us