New Update
/anm-bengali/media/media_files/mZLhasUiw2b6AVK6DlTj.jpg)
নিজস্ব সংবাদদাতা : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আজ শিলংয়ে অ্যাপোলো ট্রিনিটি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন। তার অভিমত এই নতুন চিকিৎসা কেন্দ্রটি অত্যাধুনিক স্বাস্থ্যসেবা প্রদান করবে এবং রাজ্যের বাসিন্দাদের উন্নত চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "এটি মেঘালয়ের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাধারণ মানুষের সুলভ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
#WATCH | Meghalaya Chief Minister Conrad K Sangma inaugurated Apollo Trinity Medical Center in Shillong earlier today pic.twitter.com/cHjvFWJzkR
— ANI (@ANI) February 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us