/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের আরোপিত স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে লোকসভায় স্থগিত প্রস্তাব আনলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল। তাঁর অভিযোগ, ভোটার তালিকার এই বিশেষ পুনর্বিবেচনা পুরোপুরি ‘‘অযৌক্তিক, অপরিকল্পিত ও অসংবেদনশীল’’ভাবে চালু করা হয়েছে, যার ফলে কেন্দ্র জুড়ে একটি ‘‘গুরুতর জন-সংকট’’ তৈরি হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/mIVKRyUuwzqwKVSvQRd3.jpg)
ভেনুগোপালের দাবি, হঠাৎ করে আরোপিত এই প্রক্রিয়া বুথ-লেভেল অফিসারদের (BLO) ওপর ‘‘অসহনীয় চাপ’’ সৃষ্টি করেছে। অতিরিক্ত দায়িত্ব, দীর্ঘ সময় ধরে কাজ এবং প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে বহু BLO ক্লান্তি, মানসিক চাপ ও শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েকটি ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। ফলে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে।
তিনি জানান, নাগরিকদের থেকে বারবার নথিপত্র চাওয়া, যাচাই-প্রক্রিয়ায় বিশৃঙ্খলা এবং নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা—এসব কারণে সাধারণ ভোটাররা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ভেনুগোপালের অভিযোগ, এর ফলে ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন সংক্রান্ত আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’’ হচ্ছে।
#ParliamentWinterSession | Congress MP KC Venugopal has raised an adjournment motion in the Lok Sabha, on the 'grave crisis created by the arbitrary and poorly planned Special Intensive Revision imposed by the Election Commission. This exercise has placed unbearable pressure on…
— ANI (@ANI) December 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us