লোকসভায় কংগ্রেসের স্থগিত প্রস্তাব

নির্বাচন কমিশনের বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া নিয়ে ‘গুরুতর সংকটের’ অভিযোগ তুললেন কেসি ভেনুগোপাল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের আরোপিত স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে লোকসভায় স্থগিত প্রস্তাব আনলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল। তাঁর অভিযোগ, ভোটার তালিকার এই বিশেষ পুনর্বিবেচনা পুরোপুরি ‘‘অযৌক্তিক, অপরিকল্পিত ও অসংবেদনশীল’’ভাবে চালু করা হয়েছে, যার ফলে কেন্দ্র জুড়ে একটি ‘‘গুরুতর জন-সংকট’’ তৈরি হয়েছে।

ddddddd

ভেনুগোপালের দাবি, হঠাৎ করে আরোপিত এই প্রক্রিয়া বুথ-লেভেল অফিসারদের (BLO) ওপর ‘‘অসহনীয় চাপ’’ সৃষ্টি করেছে। অতিরিক্ত দায়িত্ব, দীর্ঘ সময় ধরে কাজ এবং প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে বহু BLO ক্লান্তি, মানসিক চাপ ও শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েকটি ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। ফলে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে।

তিনি জানান, নাগরিকদের থেকে বারবার নথিপত্র চাওয়া, যাচাই-প্রক্রিয়ায় বিশৃঙ্খলা এবং নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা—এসব কারণে সাধারণ ভোটাররা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ভেনুগোপালের অভিযোগ, এর ফলে ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন সংক্রান্ত আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’’ হচ্ছে।