/anm-bengali/media/media_files/2025/10/27/screenshot-2025-10-27-16-am-2025-10-27-10-59-54.png)
নিজেস্ব সংবাদদাতা: নির্বাচনী সূচি ঘোষণা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাকেশ সিন্হা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যদি নির্বাচন কমিশনের উদ্দেশ্য সঠিক না হয়, যদি তারা ‘SIR’-এর মাধ্যমে ভোট চুরির ষড়যন্ত্র করে, তাহলে তার প্রতিবাদ হবেই।”
/anm-bengali/media/post_attachments/f185695f-811.png)
রাকেশ সিন্হার অভিযোগ, দেশের মানুষ এখন আর নির্বাচন কমিশনের কাজের ধরনে আস্থা রাখছেন না। তিনি বলেন, “যেভাবে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা স্পষ্ট প্রমাণ করছে যে কমিশন নিরপেক্ষ নয়। বরং তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশেই কাজ করছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।”
কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে এখন দেশজুড়ে প্রশ্ন উঠেছে এবং এই বিষয়টি সংসদ ও জনমঞ্চে আলোচনার দাবি রাখে।
#WATCH | Ranchi, Jharkhand: On the Election Commission's announcement for the schedule of SIR, Congress leader Rakesh Sinha says, "...If the Election Commission's intentions are wrong, if they are orchestrating vote theft through SIR, then it will certainly be opposed. The people… pic.twitter.com/8rs17LK9Bd
— ANI (@ANI) October 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us