নজরে বিহার নির্বাচনের রণকৌশল ! পাটনায় অনুষ্ঠিত হবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

নজরে বিহার নির্বাচন।

author-image
Debjit Biswas
New Update
rahul sonia sd1.jpg

নিজস্ব সংবাদদাতা : আগামী ২৪শে সেপ্টেম্বর বিহারের রাজধানী পাটনায় অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠককে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে দলীয় কৌশল নির্ধারণের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

supriya srinate

কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে "বিপ্লবের ভূমি" বিহার থেকে একটি বড় বার্তা দেওয়া হবে। তিনি বলেন, "বিহারে জনগণের ভোটাধিকার নিয়ে যে খেলা হচ্ছে, জনগণ তার উপযুক্ত জবাব দেবে, এবং আমরা বিহারের জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা তাদের পাশে আছি।"