New Update
/anm-bengali/media/media_files/JqpPKwoYEEzXsvzxTlkU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও কংগ্রেসকে নিশানা করল বিজেপি (BJP)। আজ বৃহস্পতিবার সকালে টুইট করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের প্রথমে এক উদ্ধৃতি তুলে ধরে এই বিজেপি নেতা।
/anm-bengali/media/media_files/p25Y5TE7UeoYqAJjREqB.jpg)
সম্প্রতি ডিকে শিবকুমার বলেছিলেন, 'এ বছর পাঁচটি গ্যারান্টির জন্য আমাদের ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হয়েছে। এ বছর আমরা উন্নয়ন করতে পারব না।‘ অমিত মালব্য লেখেন, ‘কংগ্রেস কর্ণাটককে ধ্বংস করে দেবে। ৫ গ্যারান্টি বাস্তবায়নের কোনও লক্ষণ নেই ... এখন উন্নয়নও নেই। বিধায়কদের কোনও মুখ থাকবে না।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us