New Update
/anm-bengali/media/media_files/GVkQYv2CfSl3lq9XLTHB.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশে নির্বাচনী ডঙ্কা বাজচ্ছে। ইতিমধ্যেই একাধিক আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশে বিজেপিকে মাত দিতে এবার নির্বাচনী দাবা খেলার জন্য প্রস্তুত হচ্ছে কংগ্রেসও। বিজেপিকে মাত দিতে আজ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রদেশে জয়ের ক্ষেত্রে আশাবাদী কংগ্রেস।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us