নিজস্ব সংবাদদাতা: গুজরাটের একটি হোটেলে চাকরির ইন্টার্ভিউ দিতে গিয়েছিল বেশ কিছু প্রার্থী। তবে ভিড় এতটাই বেড়ে যায় যে সেই হোটেলের রেলিং ধরে তারা ঝুলতে থাকার পরে রেলিং ভেঙে যায়। এই নিয়ে মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস।
/anm-bengali/media/media_files/cV3odmwa1Un5qKkK0RWx.webp)
কংগ্রেস X হ্যান্ডেলে লেখে, 'নরেন্দ্র মোদীর গুজরাট মডেল। গুজরাটের ভারুচে একটি হোটেলের চাকরির জন্য বেকারদের একটি বিশাল ভিড় জড়ো হয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে হোটেলের রেলিং ভেঙে গুজরাট মডেল উন্মোচিত হয়। নরেন্দ্র মোদী এই বেকারত্বের মডেল সারা দেশের ওপর চাপিয়ে দিচ্ছেন'।