হটিয়ে দিল কংগ্রেস, অবাক সকলে

বড় সিদ্ধান্তের পথে হাঁটল কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ এবার মধ্যপ্রদেশে খেলা ঘুরিয়ে দিল কংগ্রেস দল। বিধানসভা ভোটের মুখে বড় সিদ্ধান্তের পথে হাঁটল কংগ্রেস (Congress) দল। জানা গিয়েছে, কংগ্রেস সুমাওয়ালি, পিপারিয়া, বাদনগর এবং জোয়ারা বিধানসভা কেন্দ্রে প্রার্থী সংশোধন করেছে।