/anm-bengali/media/media_files/dUmaMRCPK6zf7QBD4RFx.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ রাষ্ট্রীয় একতা দিবসে ফের একবার কংগ্রেসকে বেনজির আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে 'বন্দে মাতরম'-এর একটি অংশ বাদ দিয়ে দিয়েছিল কংগ্রেস,কংগ্রেসের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করলেন তিনি। তিনি বলেন,''কংগ্রেস ব্রিটিশদের কাছ থেকে শুধুমাত্র দল ও ক্ষমতাই উত্তরাধিকার সূত্রে পায়নি, বরং তাদের দাসত্ব করার মানসিকতাও আত্মস্থ করেছিল। আর ক'দিন পরেই 'বন্দে মাতরম'-এর ১৫০তম বার্ষিকী পালিত হবে। ১৯০৫ সালে যখন ব্রিটিশরা বঙ্গভঙ্গ করার চেষ্টা করেছিল, তখন 'বন্দে মাতরম' প্রতিটি নাগরিকের কণ্ঠে এক প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল এবং দেশের ঐক্য ও সংহতির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ব্রিটিশরা 'বন্দে মাতরম' গানটি নিষিদ্ধ করার চেষ্টা করেও সফল হয়নি।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/a866UlF2vSO4Dq7zYJaY.jpg)
এরপর তিনি কংগ্রেসের বিরোধীতা করে বলেন,''কিন্তু ব্রিটিশরা যা করতে পারেনি, কংগ্রেস সেটাই করেছে। কংগ্রেস শুধুমাত্র ধর্মের ভিত্তিতে 'বন্দে মাতরম'-এর একটি অংশকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছিল। এর মাধ্যমেই কংগ্রেস আমাদের সমাজকে বিভক্ত করেছে এবং একই সাথে ব্রিটিশদের উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে গেছে। কংগ্রেস যদি সেই পাপ না করত, তাহলে আজ ভারতের চিত্র সম্পূর্ণ অন্যরকম হত।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us