নজরে গেহলট-পাইলট, বড় চমক কংগ্রেসের

নতুন করে সকলকে চমকে দিল কংগ্রেস দল।

author-image
SWETA MITRA
New Update
cong raja.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটল। রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শনিবার ৩৩ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে কংগ্রেস (Congress)। কংগ্রেসের তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী অশোক গেহলট সর্দারপুরা কেন্দ্র থেকে লড়বেন। শচীন পাইলটকে টঙ্ক কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়া রাজস্থান কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ সিং দোতাসরা নাথদ্বার আসন থেকে লড়বেন। দলের সিনিয়র নেতা এবং রাজস্থান বিধানসভার স্পিকার সিপি জোশী নাথদ্বার আসন থেকে লড়বেন। কংগ্রেস দিব্যা মাদেরনাকে ওসিয়ান আসন থেকে এবং বর্তমান মন্ত্রী অশোক চাঁদনাকে হিন্দোলি থেকে প্রার্থী করেছে।