/anm-bengali/media/media_files/8NWwIQHaeRaSLHTDoRs9.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটের আগে রবিবার অর্থাৎ আজ রাতে উত্তরপ্রদেশের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল কংগ্রেস।
Lok Sabha Elections 2024 | Congress releases list of star campaigners including Mallikarjun Kharge, Sonia Gandhi, Rahul Gandhi, Priyanka Gandhi Vadra, DK Shivakumar, Digvijaya Singh, Sachin Pilot and others for Uttar Pradesh. pic.twitter.com/ms7N3D4lOl
— ANI (@ANI) March 31, 2024
জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শীর্ষে রয়েছেন এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিকে শিবকুমার, দিগ্বিজয় সিং, সচিন পাইলটের নামও তারকা প্রচারক হিসাবে ঘোষণা করা হয়েছে।
সূত্রে খবর, এই তালিকায় ৪০ জন নেতা রয়েছেন যারা সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার করবেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
এছাড়া, তালিকায় রয়েছেন দলের রাজ্য সভাপতি অজয় রাই, উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে এবং তিন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (কর্নাটক), সুখবিন্দর সিং সুখু (হিমাচল প্রদেশ) এবং রেবন্ত রেড্ডি (তেলেঙ্গানা)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us