নির্বাচন, চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের! মোদীর মুখোমুখি কে?

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
Congressflag.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস ৪৬ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রাজগড় লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, বারাণসী থেকে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই, সাহারানপুর থেকে ইমরান মাসুদ প্রার্থী হবেন। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের ছেলে বীরেন্দ্র রাওয়াতকে হরিদ্বার থেকে প্রার্থী করা হয়েছে।

congflag.jpg

সূত্রে খবর, কংগ্রেস নেতা পি এল পুনিয়ার ছেলে তনুজ পুনিয়াকে উত্তরপ্রদেশের বারা বাঁকি থেকে লোকসভার টিকিট দেওয়া হয়েছে।

Add 1

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচন, যা ১৯ এপ্রিল থেকে শুরু হবে। রাই তৃতীয়বারের মতো বারাণসী থেকে প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি হবেন।

স্ব

স

স