মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি অব্যাহত

মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক তরজা থামতেই চাইছে না।

author-image
SWETA MITRA
New Update
modi sonia.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহিলা সংরক্ষণ বিলের (Women's Reservation Bill) কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি অব্যাহত রয়েছে দেশীয় রাজনীতি মহলে। বিজেপি বলছে যে তাঁদের উদ্যোগে মহিলা সংরক্ষণ বিল আলাদা মাত্রা পেয়েছে, অন্যদিকে কংগ্রেস বলছে যে এই বিল তাঁদের। এই প্রসঙ্গে এবার বড় মন্তব্য করলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ী। তিনি বলেন, "কংগ্রেস সরকার ২০১০ সালে এই বিলটি এনেছিল। এটা আমাদের বিল। বিজেপির লক্ষ্য এই বিল বাস্তবায়ন না করা। বিলটি পাস হওয়া এক জিনিস এবং বাস্তবায়ন অন্য জিনিস। এটা শুধুই একটি নির্বাচনী প্রচারণা। আমি এই প্রধানমন্ত্রীকে বলছি যে আপনি যদি মুসলিম মহিলাদের জন্য এতটাই উদ্বিগ্ন হন তবে আপনার কেবল এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ দেওয়া উচিত নয়। আপনার ওনাদেরও একটা রিজার্ভেশন দেওয়া উচিত... এই বিল পাস হওয়া উচিত ছিল যথাযথভাবে।'