কংগ্রেস ‘মিথ্যার বান্ডিল’ প্রকাশ করেছে, দাবি মন্ত্রীর

'কংগ্রেস ইস্তেহার বা 'ন্যায় পত্র' প্রকাশ করেনি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GIRIRAJ CONGRESS.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই কংগ্রেস তাঁদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে। সেখানে একাধিক বিষয়কে তারা গুরুত্ব দিয়েছে। যার মধ্যে দারিদ্র্যতা কমানোরও প্রতিশ্রুতি রয়েছে।

এদিন সেই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “কংগ্রেস ইস্তেহার বা 'ন্যায় পত্র' প্রকাশ করেনি বরং 'অন্যায় পত্র', মিথ্যার বান্ডিল প্রকাশ করেছে। ১৯৭১ সালেও তারা বলেছিল 'ইন্দিরা জি কো লায়েঙ্গে, গরীবি মিটায়েঙ্গে'। কিন্তু তারপরও দেশে দারিদ্র্যতা বাড়তে থাকে। এখন প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় এসেছেন, তিনি গরিবদের বোঝেন, তিনি দরিদ্রদের জন্য বাঁচেন এবং ২৫ কোটি মানুষকে দারিদ্র্যতা থেকে তুলে এনেছেন”।

giriraj singhh.jpg

giriraj dsingh.jpg

Add 1