/anm-bengali/media/media_files/2025/09/06/screenshot-2025-09-06-34-pm-2025-09-06-15-22-45.png)
নিজস্ব সংবাদদাতা: বিহারে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision - SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হল কংগ্রেস। শনিবার শিলিগুড়িতে কংগ্রেস নেতারা ও কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।
কংগ্রেসের অভিযোগ, বিহারে চালু হওয়া এই বিশেষ প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকার খর্ব করছে এবং সাধারণ মানুষের ভোটাধিকারকে প্রভাবিত করছে। তাদের দাবি, এই উদ্যোগ আসলে রাজনৈতিক স্বার্থে পরিচালিত, যাতে বিরোধীদের দুর্বল করা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া এক কংগ্রেস নেতা বলেন, “বিহারে যে প্রক্রিয়া শুরু হয়েছে তা সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত। আমরা শিলিগুড়ি থেকে তার বিরুদ্ধে কণ্ঠ তুলছি। ভোটার তালিকা সংশোধনের নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে।”
/anm-bengali/media/post_attachments/5bd8c44a-f5f.png)
প্রদর্শনকারীরা এদিন হাতে ব্যানার-পোস্টার নিয়ে শ্লোগান দেন এবং কেন্দ্র ও বিহার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিলিগুড়িতে এই প্রতিবাদ আসলে কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী ঐক্যকে দৃঢ় করার একটি পদক্ষেপ। বিহারে বিশেষ সংশোধনী কার্যক্রম নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা চরমে, এবার তার প্রতিফলন দেখা গেল বাংলাতেও।
#WATCH | Siliguri, West Bengal: Congress leaders and workers protest against Special Intensive Revision (SIR) exercise being carried out in Bihar pic.twitter.com/VKuvMMXk9N
— ANI (@ANI) September 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us