/anm-bengali/media/media_files/vDYqx7Dp5tzARdwWkuMf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কট্টর কংগ্রেস (Congress) নেতা বিলাসরাও দেশমুখকে জন্মবার্ষিকীতে আজ শুক্রবার স্মরণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আজ খাড়গে সকালে এক টুইট বার্তায় বলেন, ‘জনগণ 'লোকনেতা' হিসাবেই তাঁকে শ্রদ্ধা করতেন। আমরা বিলাসরাও দেশমুখের জন্মবার্ষিকীতে দেশ ও দলের অবদানের কথা স্মরণ করি। তিনি কট্টর কংগ্রেস ব্যক্তিত্ব ছিলেন, যিনি পদমর্যাদায় উঠে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।‘
Fondly remembered as 'Lokneta' by the people, we recall the contribution of Vilasrao Deshmukh on his birth anniversary.
— Mallikarjun Kharge (@kharge) May 26, 2023
He was staunch Congress person, who rose through the ranks and became the Chief Minister of Maharashtra and also served as a Union Cabinet Minister. pic.twitter.com/04EJdzk1i8