২৬টি দলের জোট গঠন নিয়ে বড় কারণ ফাঁস করলেন খাড়গে

কেন ২৬টি বিরোধী দল মিলে ইন্ডিয়া জোট গঠন করল জানেন? আজ তেলেঙ্গানা সফরে এসে মল্লিকার্জুন খাড়গে এই বড় কারণটি ব্যাখ্যা করেছেন। সেইসঙ্গে আক্রমণ করেছেন বিজেপি ও বিআরএসকে।

author-image
SWETA MITRA
New Update
BRS .jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার ভোটমুখী রাজ্য তেলেঙ্গানায় গিয়ে বিজেপি ও বিআরএসকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। মল্লিকার্জুন খাড়গে বলেছেন, 'আমরা ২৬টি দল কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে উৎখাত করতে প্রস্তুত। কিন্তু কেসিআর কখনও কোনও বৈঠকে যোগ দেননি এবং কখনও বলেননি যে বিজেপিকে (কেন্দ্রে) সরানোর জন্য তাঁরা একত্রিত হবে। এখানে বিআরএস বলছে যে তারা ধর্মনিরপেক্ষ, কিন্তু একই সাথে তারা বিজেপির সাথে বিষয়গুলি নিয়ে আলোচনা করছে।‘