নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের প্রাক্তন বিধায়ক লক্ষ্মণ সিংকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছেন। ছয় বছরের জন্য লক্ষ্মণ সিং বহিষ্কৃত হলেন। দলবিরোধী কার্যকলাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Congress President Mallikarjun Kharge has expelled Laxman Singh, Former MLA, Madhya Pradesh, from the primary membership of the party for a period of six years due to his anti-party activities. pic.twitter.com/G8jBZBqVQx