'কংগ্রেস আমাকে ঠেলে একঘরে করে দিয়েছে'! বেফাঁস খাড়গে, ভাইরাল ভিডিও

বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস সভাপতি এবং দলিত নেতা মল্লিকার্জুন খাড়গে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Mallikarjun Kharge re

নিজস্ব সংবাদদাতা: 'আমার প্রতি কোনো সম্মান নেই, কংগ্রেস কর্মীরা অন্য নেতাদের জন্য আমাকে ঠেলে দিয়েছে এবং দূরে সরিয়ে দিয়েছে। শৃঙ্খলা নেই, আমার প্রতি সম্মান নেই। এটা আমার সাথে আগেও ঘটেছে'- কংগ্রেস সভাপতি এবং দলিত নেতা মল্লিকার্জুন খাড়গেকে এমনটাই অভিযোগ করতে দেখা গেল পাশে বসা আরেক নেতার সঙ্গে। দাবি করা হচ্ছে মাইক ভুল করে অন করে রেখে দেওয়া হয়েছিল।

sonia kharge fg.jpg

ভিডিওর এই অংশটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

KHARGE CONG.jpg

 

Add 1