কয়লা, ২জি, হেলিকপ্টার সহ একাধিক দুর্নীতি করেছে কংগ্রেস, দাবি BJP-র

ফের নতুন করে কংগ্রেসকে দুর্নীতি প্রসঙ্গে নিশানা করল বিজেপি (BJP)। আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। এই সাংবাদিক বৈঠকে ‘পঞ্চত্ব’ নিয়ে কথা বলেন বিজেপি নেতা।

author-image
SWETA MITRA
New Update
bjp cong.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের নতুন করে কংগ্রেসকে দুর্নীতি প্রসঙ্গে নিশানা করল বিজেপি (BJP)। আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। এই সাংবাদিক বৈঠকে ‘পঞ্চত্ব’ নিয়ে কথা বলেন বিজেপি নেতা। তিনই বলেন, "আমরা 'পঞ্চত্ব' নিয়েকথাবলছি।কমনওয়েলথগেমসকেলেঙ্কারি, কয়লাকেলেঙ্কারি, টুজিকেলেঙ্কারি, হেলিকপ্টারসাবমেরিনকেলেঙ্কারিএইপাঁচটি হল পঞ্চত্ব। আর পাঁচটিক্ষেত্রেইদুর্নীতিকরেছেকংগ্রেস।“দেখুন ভিডিও...