/anm-bengali/media/media_files/gd0VghgIfl3UjVrBX2uR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের নতুন করে কংগ্রেসকে দুর্নীতি প্রসঙ্গে নিশানা করল বিজেপি (BJP)। আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। এই সাংবাদিক বৈঠকে ‘পঞ্চত্ব’ নিয়ে কথা বলেন বিজেপি নেতা। তিনই বলেন, "আমরা 'পঞ্চত্ব' নিয়ে কথা বলছি। কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারি, হেলিকপ্টার ও সাবমেরিন কেলেঙ্কারি এই পাঁচটি হল পঞ্চত্ব। আর পাঁচটি ক্ষেত্রেই দুর্নীতি করেছে কংগ্রেস।“দেখুন ভিডিও...
#WATCH | "We talk about 'Panchtatva'...Congress party's associates did corruption in all five elements of 'Panchtatva' - Commonwealth games scam, Coal scam, 2G scam, helicopter and submarine scam...": RS Prasad, BJP pic.twitter.com/KO5z2Fa1VL
— ANI (@ANI) May 26, 2023