কংগ্রেস vs কংগ্রেস, যত কাণ্ড টিকিট নিয়ে

ফের অস্বস্তিতে কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
cong iss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসল কংগ্রেস (Congress) দল। দুর্নীতির অভিযোগ রয়েছে রাজস্থানের জাহিদা খানের বিরুদ্ধে। এদিকে আসন্ন বিধানসভা ভোটের জন্য তাঁকে দলের তরফে নির্বাচনী টিকিট দেওয়া হয়েছে। আর এটাই মেনে নিতে পারেননি দলেরই একাংশ। ফলে জাহিদা খানকে টিকিট দেওয়ার বিরুদ্ধে দিল্লিতে কংগ্রেসের অফিসের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। তাঁদের দাবি, ‘জাহিদা হটাও, কংগ্রেস বাঁচাও।‘ দেখুন ভিডিও...