New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার নতুন তিন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। জানা গিয়েছে, কর্ণাটকের (Karnataka) আসন্নবিধানপরিষদেরউপনির্বাচনেরজন্যজগদীশশেট্টার, টিপ্পানাপ্পাকামকনূরএবংএনএসবোসরাজুকেপ্রার্থীকরেছেকংগ্রেস (Congress)।
/anm-bengali/media/media_files/m6bcx31Jgz0J2IzlxVwP.jpg)
কর্ণাটক বিধানসভা নির্বাচনে পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারকে আসন্ন কর্ণাটক বিধান পরিষদের উপনির্বাচনে প্রার্থী হিসাবে মনোনীত করেছে কংগ্রেস। আগামী ৩০ জুন অনুষ্ঠিত হতে চলেছে এমএলসি উপনির্বাচন। উল্লেখ্য, তিন বিজেপি নেতা লক্ষ্মণ সাওয়াদি, বাবুরাও চিয়াংচানসুর এবং আর শঙ্কর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় টিকিট না দেওয়ায় তাঁরা পদত্যাগ করেন। এরপরেই এই উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us