রাহুলের সাংসদ পদ : স্পিকারের সঙ্গে আজই সাক্ষাৎ!

সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিল। কবে সাংসদ পদ ফিরে পাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? কবে আবার পা রাখতে পারবেন লোকসভায়? স্পিকারকে আগেও এ বিষয়ে জানিয়েছে অধীর রঞ্জন চৌধুরী। ফের একবার আজ স্পিকারের দ্বারস্থ হতে চলেছেন।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাহুল গান্ধী কবে ফিরে পাবেন তার সাংসদ পদ? আজই লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে কংগ্রেস। এ বিষয়ে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান,"আমরা অর্ডার কপি সহ সমস্ত নথি দিয়েছি। আমরা আজ লোকসভা স্পিকারের সাথে দেখা করব এবং প্রয়োজনে আমরা প্রতিবাদও করব। এটা আমাদের অধিকার।''

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ও সচিবালয়ে চিঠিও দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তারপরে রবিবার পর্যন্তও রাহুলের সাংসদ ফেরানো নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। সোমবার ফের একবার স্পিকারের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস।