New Update
/anm-bengali/media/media_files/y2hvh5dztsitaBgdYOiW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, আজ বুধবার মহিলা সংরক্ষণ বিল (Womens Reservation Bill) নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মহিলা সংরক্ষণ বিলকে সমর্থনের ঘোষণা করলেন রাহুল গান্ধী। যদিও তিনি কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। এদিন তিনি বলেন, 'নারীর ক্ষমতায়নে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে মানুষের হাতে ক্ষমতায়ন তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিরোধীরা জনগণনা করার আবেদন জানাচ্ছেন কিন্তু বিজেপি নিশ্চুপ। দেশের রাষ্ট্রপতি নিজে একজন মহিলা কিন্তু এই বিল অসম্পূর্ণ।'
Congress MP Rahul Gandhi speaks in debate on Women's Reservation Bill in Lok Sabha pic.twitter.com/crAjQgt4zq
— ANI (@ANI) September 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us