চায়ের দোকানে রাহুল গান্ধী! অবাক হয়ে গেল মালিক

চায়ের দোকানে হাজির রাহুল গান্ধী।

author-image
SWETA MITRA
New Update
rahul tea.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে উঠে এলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

স্ব

ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল এমন এক কাজ করেছেন যা দেখে সকলেই চমকে গিয়েছেন কার্যত। আজ অসমের ধুবড়ি জেলার হালাকুরা গ্রামে একটি চায়ের দোকানে একটু ব্রেক নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

স

 এদিকে এহেন ঘটনায় আপ্লূত চায়ের দোকানের কর্মচারীরা। অসমের ধুবড়ির হালাকুড়া গ্রামের চায়ের দোকানের মালিক জানান, ‘রাহুল গান্ধী আমার চায়ের দোকানে এসে অবাক করেছেন। তাঁকে এখানে পেয়ে ভালো লাগছে।' 

স