কংগ্রেস-আপ জোট, দুলছে গুজরাটের সিংহাসন! কী বললেন কংগ্রেস নেতা?

আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি।

New Update
ক,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এই বিষয়ে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, "এটা এখন বেশ স্পষ্ট, সবাই জানে- অরবিন্দ কেজরিওয়াল কোথায় পালাচ্ছিলেন? তাকে গ্রেফতার করে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সে যোগদানের পরিণতি দেখিয়েছে। টাইমিং নিয়ে আমার একটা প্রশ্ন আছে। প্রথমত, গতকাল, সুপ্রিম কোর্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) বলেছে যে তারা নির্বাচনী বন্ডের সমস্ত বিবরণ সরবরাহ করেছে। দ্বিতীয়ত, কংগ্রেস ও আপের একসঙ্গে রাজ্যে লড়াইয়ের সিদ্ধান্তের পর এই প্রথমবার গুজরাটের সিংহাসন দুলছে। এদেশের মানুষ চিরকাল নৃশংসতা প্রত্যক্ষ করতে পারে না; জনগণ নীরবে ভোটের সময় তার শক্তি প্রদর্শন করে।"

জক্ল

kejrip

স্ব

স

স