জোটে সমস্যা? বৈঠকের বিষয়ে অনেকে জানতেনই না, প্রকাশ্যে চাঞ্চল্যকর দাবি

১৭ ডিসেম্বর হবে ইন্ডিয়া জোটের বৈঠক।

author-image
SWETA MITRA
New Update
judega bharats.jpg

নিজস্ব সংবাদদাতাঃ স্থগিতকরাহয়েছেইন্ডিয়াঅ্যালায়েন্সের (INDIA Alliance)বৈঠক।আজডিসেম্বরএইবৈঠকহওয়ারকথাছিল।একইসঙ্গেকিছুগুরুত্বপূর্ণব্যক্তিএইবৈঠকেপৌঁছাতেনাপারারখবরপাওয়ায়আপাততবৈঠকস্থগিতরাখারসিদ্ধান্তনেওয়াহয়েছে। এদিকে এই বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সকলকে চমকে দিলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। তিনি বলেন, "কিছু লোক বলেছেন যে তারা আজকের বৈঠকের বিষয়ে কোনও তথ্য পাননি। কেউ বলেছে যে অসুস্থ। আবার কেউ কেউ বলছে পরিবারে কারো বিয়ে ছিল। তাই সবার সুবিধার কথা মাথায় রেখে তা পিছিয়ে ১৭ ডিসেম্বর করা হয়েছে। তাই মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ফ্লোর লিডারদের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। আমি বুঝতে পারছি না, বিজেপি কেন উদ্বিগ্ন। তাদের একনায়কতন্ত্র আছে, আমাদের গণতন্ত্র আছে।“