নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় মুলতুবি প্রস্তাবের নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর।
নোটিশে বলা হয়েছে, “বিজেপি সরকার ইডি, সিবিআই, আয়করের মতো সংস্থাগুলিকে রাজনৈতিক হেনস্থার জন্য ব্যবহার করছে বলে বিরোধীরা নিন্দা করছে। তাদের আসন সংখ্যা ৩০৩ থেকে ২৪০-এ নেমে আসা এবং টিডিপি ও জেডিইউ-এর সঙ্গে জোটের উপর নির্ভরশীলতা সত্ত্বেও সরকার বিরোধী নেতাদের ভয় দেখাতে এবং গণতান্ত্রিক নীতিগুলিকে ক্ষুন্ন করে মেনে চলতে বাধ্য করার জন্য এই সংস্থাগুলিকে মোতায়েন করে চলেছে।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)