শরদ পাওয়ার, কংগ্রেসের সঙ্গে তিন দল! কী বললেন জয়রাম রমেশ?

এনসিপি দলের নাম ও প্রতীক নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
,ম,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ অজিত পাওয়ার এনসিপির নাম ও প্রতীক পেয়েছেন এবং শরদ পাওয়ার তাঁর গোষ্ঠীর জন্য নতুন নাম পেয়েছেনঃ জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি- শরদচন্দ্র পাওয়ার। এই বিষয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, "শরদ পাওয়ার আসল এনসিপির প্রতিষ্ঠাতা, কর্তা। এমনকি তাঁকে পদ্মবিভূষণও সম্মানে ভূষিত করা হয়। এনসিপি আমাদের সঙ্গে আছে, মহা বিকাশ আঘাদি আমাদের সঙ্গে আছে এবং সম্প্রতি প্রকাশ আম্বেদকরও এমভিএ-র অংশ হয়েছেন।" 

cityaddnew

aad

aad