/anm-bengali/media/media_files/Jo7Pq6OsQ9Y2Dxzj9kpY.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, “সরকার দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। সংসদে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তিনি এনটিএ-কে ক্লিনচিট দিয়েছেন। শিক্ষার্থীদের স্বার্থে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
বাজেট থেকে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, “আদানি ও আম্বানির লাভের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হবে। মধ্যবিত্ত ও গরিবদের করের ওপর ছাড় দেওয়া হবে না। আদানি ও আম্বানির পরামর্শ মেনেই মোদীর প্রতিটি বাজেট তৈরি করা হয়।”
#WATCH | Congress MP Gaurav Gogoi says, "The government is discriminating with the students of the nation... In the parliament, the Education Minister said that no paper leak has happened. He has given a clean chit to NTA...We will continue our struggle in the interest of… pic.twitter.com/dTp6KSGdMl
— ANI (@ANI) July 22, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us