ভুল কবুল করতে চাইছেন না বলে মৌনব্রত পালন মোদীর, আক্রমণ কংগ্রেস সাংসদের

লোকসভায় আজ মঙ্গলবার অধিবেশন শুরু হতেই শাসক ও বিরোধীদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়। এদিকে এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নয় (Rahul Gandhi), আজ মঙ্গলবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (Gaurav Gogoi)।

author-image
SWETA MITRA
New Update
modi gogoi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরকাণ্ডে আজ মঙ্গলবার লোকসভায় শুরু হল অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। এদিন রাহুল গান্ধীর বদলে আজ অনাস্থা প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (Gaurav Gogoi)। এদিন লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেন, ‘মণিপুর (Manipur) জ্বলছে মানে ভারত জ্বলছে। ভুল কবুল করতে চাইছেন না বলে মৌনব্রত পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে চিনের আগ্রাসন নিয়েও মৌনতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। জিংপিং-এর সঙ্গে কী আলোচনা হয়েছে তা গোপন করছেন মোদী। তাই তাঁর নীরবতা ভাঙতে আমাদের অনাস্থা প্রস্তাব আনতে হয়েছে। তাঁর কাছে আমাদের তিনটি প্রশ্ন রয়েছে- ১) কেন তিনি আজ পর্যন্ত মণিপুর সফর করেননি? ২) শেষ পর্যন্ত মণিপুর নিয়ে কথা বলতে কেন প্রায় ৮০ দিন সময় লেগেছিল এবং কেন তিনি মাত্র ৩০ সেকেন্ড বক্তব্য পেশ করেন? ৩) কেন প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করেননি? মণিপুর বিচার চাইছে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য পেশ করা উচিৎ।‘

কংগ্রেসসাংসদ আরওবলেন, ‘প্রধানমন্ত্রীকেমেনেনিতেহবেযেমণিপুরেডাবলইঞ্জিনসরকারব্যর্থহয়েছে।সেইকারণেইমণিপুরে১৫০জননিহতহয়েছেএবংপ্রায়,০০০ঘরবাড়িপুড়িয়েদেওয়াহয়েছে।৬০হাজারমানুষত্রাণশিবিরেবসবাসকরছেনএবং৬৫০০এফআইআরদায়েরকরাহয়েছে। মুখ্যমন্ত্রীর উচিৎ ছিল পরিস্থিতি স্বাভাবিক করা, কিন্তু তা তিনি করেননি, বরং মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।' 

আজ মঙ্গলবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (Gaurav Gogoi)। তিনি বলেন, 'আমরা অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছি। এটা কখনই সংখ্যার বিষয় ছিল নামণিপুরের ন্যায়বিচারের কথা ছিল। আমি প্রস্তাবটি উত্থাপন করছি যে এই হাউস সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে। আই.এন.ডি.আই. মণিপুরের জন্য এই প্রস্তাব এনেছে। মণিপুর ন্যায়বিচার চায়।‘