নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার 'গুলি করে হত্যা করার' মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ বলেন, "এই দলই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। আমি একজন ছোট মানুষ। আমি কন্নড়দের হয়ে কথা বলেছি বলেই হয়তো উনি এই কথা বলেছেন। বিজেপিতে কেএস ঈশ্বরাপ্পাকে কোণঠাসা করা হয়েছে। দলে মনোযোগ আকর্ষণের জন্য তিনি এই ধরনের কথা বলছেন। আমি নিজে ঈশ্বরাপ্পার বাড়ি যাব। ওকে গুলি করতে দাও।"