/anm-bengali/media/media_files/0EvsGGujTTG7JtX2Uoxc.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ ইডির সামনে হাজিরা দেন ঝাড়খণ্ডের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ প্রসাদ সাহু। আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল ইডি। ইডি আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থা সম্প্রতি একই মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে। ধীরাজ সাহু সকাল ১১টা নাগাদ ইডি অফিসে পৌঁছন। আধিকারিকরা জানিয়েছেন, ইডি ধীরাজ সাহুকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং হেমন্ত সোরেনের সঙ্গে তাঁর যোগাযোগ এবং গত মাসে দিল্লিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতার বাড়িতে তল্লাশির সময় বাজেয়াপ্ত করা একটি বিলাসবহুল গাড়ির বিষয়ে তাঁর বয়ান রেকর্ড করতে চায়। বলা হচ্ছে, ধীরজ সাহু ও হেমন্ত সোরেনকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। ১১ ফেব্রুয়ারি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ইডি দফতরে ডাকা হয়েছে।
Congress MP Dhiraj Sahu has been called for questioning again tomorrow, 11th February. https://t.co/1M1pE0KIKF
— ANI (@ANI) February 10, 2024
/anm-bengali/media/media_files/fkjKcRwCXKLdi7QuHXTw.jpeg)
/anm-bengali/media/media_files/6GWBIjP4vrbY3ngX3JQE.jpeg)
/anm-bengali/media/media_files/ZJ2Ffsimrt3aCXQOdRCj.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us