সিইসি জ্ঞানেশ কুমারকে ভয়ঙ্কর মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ

প্রধান নির্বাচন কমিশনার বিজেপির সাথে কংগ্রেসের মতো আচরণ করছেন না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Congress MP Gaurav Gogoi

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে সিইসি জ্ঞানেশ কুমারের বক্তব্য নিয়ে এবার সুর চড়ালেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এদিন তিনি বলেন, “কেন প্রধান নির্বাচন কমিশনার বিজেপির কাছে একই অনুরোধ করেননি? তারা একটি সংবাদ সম্মেলনও করেছেন, কিন্তু কেন প্রধান নির্বাচন কমিশনার বিজেপির সাথে কংগ্রেসের মতো আচরণ করছেন না? আমার মনে হয় প্রধান নির্বাচন কমিশনার তার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সাংবিধানিক পদের সুনাম ক্ষুণ্ন করেছেন”।

430qf3a_gynaesh-kumar_625x300_19_February_25