এবার হুমকির মুখে কংগ্রেস নেতা, যে কোনও মুহূর্তে যেতে পারে প্রাণ!

নেতার ব্যক্তিগত সহকারী এবং আইনজীবী বিক্রম কাপুর পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন, যিনি বিধায়কের মোবাইল ফোনে কলগুলিও দেখেন।

author-image
SWETA MITRA
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ফের সরগরম হয়ে উঠল দেশীয় রাজনীতি। এবার প্রাণে মেরে ফেলার হুমকি পেলেন কংগ্রেসবিধায়কমহারাষ্ট্রেরপ্রাক্তনমন্ত্রীআসলামশেখ। তাঁকেহত্যারহুমকিদেওয়াহয়েছে।মুম্বাই পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি ওই কংগ্রেস নেতাকে ফোন করেছে সে নিজেকেগ্যাংস্টারগোল্ডিব্রারবলেপরিচয়দেয়।ফোনকারীবলেন, 'আমিগোল্ডিব্রার, আমিদু'দিনেরমধ্যেআসলামশেখকেগুলিকরতেচলেছি।‘ এদিকেমুম্বাইয়েরবাঙ্গুরনগরথানাভারতীয়দণ্ডবিধির৫০৬ () এবং৫০৭ধারায়অজ্ঞাতপরিচয়ব্যক্তিরবিরুদ্ধেমামলাদায়েরকরেছেএবংআরওতদন্তশুরুকরেছে।