প্রত্যাহার করা হতে পারে বিজেপি সরকারের বিতর্কিত আইন

ফের বড় পদক্ষেপ কংগ্রেসের। ফিরিয়ে নেওয়া হতে পারে বিজেপি সরকারের প্রবর্তন করা আইন।

author-image
Pritam Santra
New Update
karnataka

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটক মন্ত্রিসভা বৃহস্পতিবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি সরকার কর্তৃক আনা ধর্মান্তরবিরোধী আইন প্রত্যাহারের সিদ্ধান্তর কথা ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন স্কুল ও কলেজে প্রার্থনার পাশাপাশি সংবিধানের প্রস্তাবনাও পাঠ করা হবে। মন্ত্রী এইচ কে পাতিল এই তথ্য জানিয়েছেন। পাতিল জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পাঠ্যক্রম নিয়েও আলোচনা করতে চলছে। বল প্রয়োগ করে, প্রতারণামূলক উপায়ে গণধর্মান্তর রোধ করতে পূর্ববর্তী বিজেপি সরকার ধর্মান্তরবিরোধী আইনটি এনেছিল। এটি ২০২১ সালের ডিসেম্বরে কর্ণাটক বিধানসভায় পাস হয়েছিল। ২০২২ সালের ১৭ মে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট অধ্যাদেশটি অনুমোদন করেন। কংগ্রেস বিধায়কদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও এই বিলের তীব্র বিরোধিতা করেছিলেন। এবার কংগ্রেস সরকার ধর্মান্তরবিরোধী আইন বাতিলের ঘোষণা করেছে।