ইন্ডিয়া জোট সরকার...৫টা ৩০মিনিটে বড় বার্তা দিবেন মল্লিকার্জুন-রাহুল

ইন্ডিয়া জোটেের আসন সংখ্যা নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেন।

author-image
Aniruddha Chakraborty
New Update
rahul gandhi mallikarjun kharge

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেন বলেছেন, "ফলাফল এখনও বাকি, অনেক আসনে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। আমরা যে বিষয়গুলো উত্থাপন করেছি সেগুলো অনুরণিত হয়েছে। আমাদের জোট ভালো আসন পাচ্ছে। আগামী দিনে আমাদের কৌশল কী হবে, তা জোটের দলগুলোর নেতৃত্বই ঠিক করবে। সাড়ে পাঁচটায় দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী সাংবাদিক সম্মেলন করবেন।" 

ল্মনভ

Add 1