সিবিআই, পেটিএম, বড় সিদ্ধান্ত!

পেটিএম নিয়ে এবার সিবিআইকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাত।

author-image
Anusmita Bhattacharya
New Update
paytm

নিজস্ব সংবাদদাতা: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর RBI- এর নিষেধাজ্ঞা নিয়ে, কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাত বলেন, 'রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম  পেমেন্ট ব্যাঙ্ককে আটকে দিয়েছে এবং ২৯ ফেব্রুয়ারির পরে এটির কোনও অস্তিত্ব থাকবে না...আরবিআইয়ের দ্বারা খুব গুরুতর চার্জ করা হয়েছে। ২০১৭ সালে অনিয়ম শুরু হয়েছিল...আরবিআই যখন এই ক্ষেত্রে আর্থিক তছরুপের কথা বলছে তখন সিবিআই চুপ কেন?'