মোদীকে গালি! কংগ্রেস নেতা এ কী বললেন?

মোদীকে গালি দেওয়াই কাজ। কংগ্রেস নেতা এ কী বললেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
PM MODII.JPG

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন যে কংগ্রেসের একটাই এজেন্ডা আছে, মোদীকে গালি দেওয়া। এই নিয়ে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, 'যে প্রধানমন্ত্রী দিনরাত শুধু জওহরলাল নেহেরুকে দেখেন তিনি অন্যদের বলছেন। এমন কোনো বক্তৃতা নেই যেখানে তিনি জওহরলাল নেহেরুর কথা বলেন না...তার নিজের ১০ বছরের কাজের কথা না বলে তিনি কংগ্রেসের সমালোচনা করতে থাকেন...এটিই প্রথম সরকার যেটি শুধুমাত্র তার নিজের শ্বেতপত্রে আগের সরকারের সমালোচনা করেছে। তারা ৫৩ পৃষ্ঠা জুড়ে শুধুমাত্র ইউপিএ সরকারের সমালোচনা করেছে...আজ, আপনি (প্রধানমন্ত্রী) রাজনীতিতে সবচেয়ে বড় নেতা - আপনি ট্রেন্ড নির্ণয় করবেন। আপনি জওহরলাল নেহরুর বিষয়ে মন্তব্য করতে থাকেন, তাহলে আমাদের বলছেন কেন?'

 tamacha4.jpeg

tamacha.jpeg

tamacha1.jpg

tamacha3.jpeg