New Update
/anm-bengali/media/media_files/uZS0YseTDCmRdbIuydhn.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ রাহুল গান্ধী আগেই বলেছেন, দেশের মানুষকে, তাদের কাজকে ভালভাবে বুঝতে চান। মানুষের সঙ্গে মিশে রাজনীতি করতে চান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 'ভারত জোড়ো যাত্রা'য় বেরিয়ে রাহুল যতটা সম্ভব সাধারণ মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেছেন। ভারত জোড়ো যাত্রার শেষে কখনও বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে পড়ুয়াদের সঙ্গে, তো কখনও ট্রাক ড্রাইভারদের সঙ্গে ট্রাক চালিয়েছেন রাহুল। এবার আমেরিকা সফর সেরে দেশে ফিরে দিল্লিতে এক বাইক সারানোর দোকানে গেলেন রাহুল। রাজধানী শহরের কারোলবাগে এক দোকানে গিয়ে রাহুলকে বাইক সারাতে দেখা গেল।
Congress leader Rahul Gandhi visited the shops of motorcycle mechanics in Karol Bagh, Delhi earlier today.
(Pics: Congress) pic.twitter.com/nnjUoeWbPe
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us