৪০০-৩০০-শেষে ২০০ পার, সবাইকে নিয়েও হেরে গেলেন মোদী! খোঁচা রাহুলের

প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল,ম্ন

নিজস্ব সংবাদদাতাঃ কেরালার ওয়ানাডে এক জনসভায় কংগ্রেস নেতা রাহুল গাঁধী বলেন, "আমরা যখন নির্বাচন শুরু করি, তখন বিজেপিকে সমর্থনকারী মিডিয়া বলেছিল যে তারা ৪০০ আসন পাবে। প্রধানমন্ত্রী এবং সমস্ত সিনিয়র নেতারা বলছিলেন '৪০০ পার'। এক মাস পর ৩০০ পার আর কিছুক্ষণ পর ২০০ পার। গোটা মিডিয়া, গোটা প্রশাসন, ইডি, সিবিআই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ছিল। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর উপযোগী করে নির্বাচন করেছে।" 

HBBBBBBER

Add 1